2024-12-03
agartala,tripura
ধর্ম রাজনৈতিক

পঞ্চমীর দিনে উদ্বোধন হবে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির পূজা মণ্ডপের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারো দুর্গা পূজার আয়োজন করতে চলেছে রাজধানীর মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতি। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে পঞ্চমীর দিনে উদ্বোধন হবে সবজি ব্যবসায়ী সমিতির পূজা মণ্ডপের। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রতি বছর বড় বাজেটের দুর্গা পুজার আয়োজন করে থাকে রাজধানীর মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতি।

এবছরও তারা দুর্গা পুজার আয়োজন করেছে সমিতি। ইতিমধ্যে তাদের পূজা মণ্ডপ ও প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান পঞ্চমীর দিন তাদের পূজা মণ্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদের পূজা মণ্ডপের উদ্বোধন হবে। পুজার চার দিন দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে। প্রতিবছর জাঁকজমকপূর্ণ ভাবে পূজা করে থাকে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service