জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জানা যায় ঘটনা ২০২১ সালের। শ্যালিকা শিক্ষকের বাড়ি থেকে পড়াশোনা শেষ করে নিজ বাড়ি ফেরার পথে হঠাৎ তাকে অপহরণ করে নিয়ে যায় ভগ্নিপতি।বাড়ির সদস্যরা একটা সময় চিন্তায় পড়ে যায় কেন মেয়ে শিক্ষকের বাড়ি থেকে ফিরে আসছে না। পরবর্তী সময়ে কাকড়া বন থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করা হয় পরিবারের তরফে।পুলিশ তদন্তে নেমে জানতে পারে শ্যালিকাকে আকাশপথে চেন্নাই নিয়ে গেছে ভগ্নিপতি।চেন্নাই গিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এক ভাড়া বাড়িতে উঠে রাজিব কর্মকার।পরবর্তী সময়ে পুলিশ তার সাথে যোগাযোগ করে এবং তাকে রাজ্যে আসার প্রস্তাব দেয়।রাজ্যে এসে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য থানায় আসতে বলা হয়।সেই মোতাবেক আগরতলা এয়ারপোর্টে রাজিব কর্মকার নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ জানতে পারে ভগ্নিপতি তার নিজ শ্যালিকাকে ধর্ষণ করেছে।ধর্ষণের মামলা পরিবারের কাছ থেকে পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।এই মামলার পরিপ্রেক্ষিতে অমরপুরের বাসিন্দা রাজিব কর্মকারকে উদয়পুর জেলা দায়রা আদালত সোমবার দুপুরে ১২ বছরের জেল হাজতের নির্দেশ দেয় ।বিচারক সাজা ঘোষণা করতেই আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়ে রাজিব।
অপরাধ
রাজ্য
নিজের শ্যালিকাকে ধর্ষণের ঘটনায় ১২ বছরের জেল ভগ্নিপতির
- by janatar kalam
- 2024-02-19
- 0 Comments
- Less than a minute
- 1 year ago

Leave feedback about this