2025-07-20
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

নরেন্দ্র মোদী না থাকলে দেড়শ আসনও পাবে না বিজেপি: নিশিকান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- নরেন্দ্র মোদী না থাকলে দেড়শ আসনও পাবে না বিজেপি- এমনই মনে করছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামী অন্তত ১৫-২০ বছরের নেতা হিসেবে তিনি মোদীকেই দেখছেন। এর আগে বিরোধীরাও মোদী-নির্ভর বিজেপি নিয়ে সুর চড়িয়েছে। বিরোধীদের মতে, সাম্প্রতিক অতীতে আরএসএসের প্রভাব ছেড়ে বেরতে শুরু করেছে বিজেপি।

গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ‘২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিজেপির একটা নতুন ভোটব্যাঙ্ক তৈরি হয়েছে। সেই ভোটব্যাঙ্ক আগে বিজেপির ছিল না। বিশেষ করে গরীব শ্রেণির মানুষের সমর্থন বিজেপির দিকে ঘুরে গিয়েছে। সেই আস্থা এখনও অটুট। মোদীর প্রতি ওই ভোটারদের আস্থা আছে বলেই তিনি তিনবারের প্রধানমন্ত্রী।’

ওয়াকিবহাল মহলের মতে, গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্তর এই বার্তা আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের উদ্দেশে। কেননা কিছুদিন আগেই এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, ‘যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।’ মোদীর উদ্দেশেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধানের এই বার্তা বলে ধরে নিয়েছিল রাজনৈতিক মহল।

তাই বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, বিজেপিতে মোদীর গুরুত্ব কমিয়ে আসতে চায় আরএসএস। অন্যদিকে, বিজেপির নেতৃত্ব এখনও মোদীর উপরই ভরসা রাখতেই আগ্রহী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service