2025-04-21
Ramnagar, Agartala,Tripura
দেশ

সভাপতি নির্বাচনে নিজেদের দূরে রাখলেন গান্ধীপরিবার

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী কাল হতে যাচ্ছে সভাপতি নির্বাচন। এই প্রথম কংগ্রেস সভাপতি নির্বাচন থেকে নিজেদের দূরে রেখেছেন গান্ধীপরিবার। উল্লেখ্য, বিরোধীদের পরিবার তান্ত্রিক দলের কটাক্ষের পরই এই এই প্রথমবার কোন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে ও শশী থারুর। এখন দেখার নির্বাচনে ভোট দানে কি অংশ নেবেন গান্ধীরা?

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service