জনতার কলম প্রতিনিধি :- সোমবার বিধানসভা চত্বর ফের উত্তপ্ত হল এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে। বিধানসভার বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পুলিশের সঙ্গে ও ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। শূন্যপদে নিয়োগের দাবিতে এসএসসি চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে থাকেন। ২০১৯ সালে প্রেসক্লাবের সামনে নিয়োগের দাবিতে গণঅবস্থান বসেছিলেন এসএসসি চাকরিপ্রার্থীরা। দীর্ঘদিন অবস্থান চলার পরে মুখ্যমন্ত্রীর আশ্বাসে অবস্থান তুলে নেন চাকরিপ্রার্থীরা। তবে এখন ওই চাকরি প্রার্থীদের দাবি, আশ্বাস দিলেও সেই মতো নিয়োগ হয়নি। যার জেরেই পথে নেমেছেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, ২০১৬ সালে পরীক্ষার পরে ২৫০০ জন চাকরিপ্রার্থীর চাকরি এখনও পায়নি। কিন্তু এই নিয়ে কোনও সুরাহাও মেলেনি গত ৫ বছরে। এ দিন চাকরিপ্রার্থীদের এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
দেশ
নিয়োগের দাবিতে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ বিধানসভা চত্বরে
- by janatar kalam
- 2022-03-28
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this