2024-12-03
agartala,tripura
রাজ্য শিক্ষা

দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে এই সংবিধান দিবস পালন করা : অর্থমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংবিধান কার্যকরের ৭৫ বছর পূর্তিতে রাজ্যে বছর ব্যাপী কর্মসূচীর সূচনা। মঙ্গলবার সকালে রাজধানীতে হয় রেলি।২৬ নভেম্বর সংবিধান দিবস। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। প্রতি বছর রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটিকে পালন করা হয়।

এই বছর ৭৫ তম সংবিধান দিবস উপলক্ষ্যে এক বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার উমাকান্ত একাডেমী থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদ যাত্রা উজ্জয়ন্ত প্রসাদের সামনে গিয়ে শেষ হয়। পতাকা নেড়ে পদযাত্রার সুচনা করেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা।

উপস্থিত ছিলেন রাজ্যের আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য। এদিনের পদযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। পদযাত্রার সামনে ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। পদযাত্রা শেষে উজ্জয়ন্ত প্রসাদের সামনে ডঃ বি.আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ফুলের মালা দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর প্রস্তাবনা পাঠের মাধ্যমে সংবিধানকে স্মরণ করা হয়।

মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এক সাক্ষাৎকারে জানান ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। ২৬ নভেম্বর দিনটিকে সংবিধান দিবস পালন করা হয়। দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে এই সংবিধান দিবস পালন করা হয়। সংবিধানের প্রতি সম্মান জানানো মানে যাদের আত্ম বলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে সম্মান জানানো। বছর ব্যাপী থাকবে বিভিন্ন কর্মসূচী।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service