2024-11-02
agartala,tripura
ধর্ম রাজ্য

দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলো সাংসদ রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উৎসবের আনন্দে যাতে দুস্থরাও শামিল হতে পারে সেজন্য তাদের মধ্যেও বিভিন্ন জায়গায় বস্ত্র বিলি করা হচ্ছে। দুর্গা পূজাকে সামনে রেখে পুর নিগমের ২১ ও ২২ নং ওয়ার্ডের দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পাশাপাশি রবিবার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য শিবির হয়।

এদিনের বস্ত্র বিতরণ ও স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। রাজীব ভট্টাচার্য এদিন নিজে দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন। সাংসদ জানান দুর্গা পূজাকে সামনে রেখে বিজেপি বনমালিপুর মণ্ডল,স্থানীয় কর্পোরেটর ও তিনি ব্যক্তিগত উদ্যোগে বনমালিপুর মণ্ডলের অধীন ৬ টি ওয়ার্ডের দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছেন।

প্রতিটি ওয়ার্ডের দুঃস্থ মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানুষের পাশে থেকে কাজ করা বিজেপির মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন বলেও জানান তিনি। এদিন বস্ত্র পেয়ে খুশি দুঃস্থ লোকজন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service