2024-12-04
agartala,tripura
রাজ্য

দাম বাড়ল সিএনজি ও পিএনজির, ২০ নভেম্বর থেকে এই নয়া দাম কার্যকারী হবে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের দাম বাড়লও সিএনজি ও পিএনজির। ২০ নভেম্বর থেকে এই নয়া দাম কার্যকারী হবে। মঙ্গলবার ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের তরফ থেকে বিবৃতি জারি করে নতুন মূল্য বাড়ানোর কথা জানানো হয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য কারণে সিএনজি এবং পিএনজি মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

আগামী ২০ নভেম্বর থেকে নয়া দাম কার্য়করী হবে। পশ্চিম ত্রিপুরা জেলায় সিএনজির দাম ৭৫.৪১ টাকা থেকে ৭৫.৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। তেমনি, অন্যান্য জেলায় সিএনজি দাম ৭৯.৯৯ টাকা থেকে ৮০.৪৯ টাকা বৃদ্ধি করা হয়েছে।

পিএনজি ৩৮.৫৫ টাকা থেকে ৩৯.০৫ টাকা, পিএনজি বানিজ্যিক ও শিল্পক্ষেত্রের পশ্চিম ত্রিপুরা জেলায় ৪৯.০০ টাকা থেকে ৪৯.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তেমনি, পিএনজি পশ্চিম ত্রিপুরা জেলায় ৪৩.৩৯ টাকা থেকে ৪৩.৮৯ টাকা বৃদ্ধি করা হয়েছে, বোধজং আইজিসি ৩৭.২০ টাকা থেকে ৩৭.৩৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। দাম বৃদ্ধির প্রভাব পড়বে আমজনতার উপরে। মনে করছেন সংশ্লিষ্ট মহল।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service