2024-12-02
agartala,tripura
ধর্ম রাজ্য

ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম আবির্ভাব বর্ষে সৎসঙ্গ ত্রিপুরা কর্তৃক আয়োজিত ‘ত্রিপুরা উৎসবে’ উপস্থিত মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুইদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুকূল চন্দ্রের ১৩৭ তম আবির্ভাব বর্ষকে সামনে রেখে ত্রিপুরা উৎসবের আয়োজন করে রাজ্যের অনুকূলচন্দ্রের ভক্তরা। ত্রিপুরা উৎসবটি হয় আমতলীর খয়েরপুর বাইপাস সংলগ্ন মলয়নগর এলাকায়। রবিবার উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

উৎসবে সামিল হয়ে মুখ্যমন্ত্রী এদিন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। পরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরা উৎসবে সামিল হয়ে খুব ভালো লাগছে। বিভিন্ন সম্প্রদায়ের লোক এই ত্রিপুরা উৎসবে সামিল হয়েছে। ত্রিপুরা উৎসবের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য ঠাকুর অনুকুল চন্দ্র দেবের নিকট প্রার্থনা করেন। হাজার হাজার ভক্ত সমাগম ঘটে ত্রিপুরা উৎসবে।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service