জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সিংহভাগ সাংবাদিক বিনা পারিশ্রমিকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পুলিশ প্রশাসনের কার্যকলাপ, সরকারি উন্নয়ন, দুর্নীতি, সামাজিক উত্থান-পতন থেকে শুরু করে দেশের নিরাপত্তা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। সেই নীরব ও নিরলস ‘কলমের যোদ্ধা’দের সুরক্ষা নিশ্চিত করতে এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল সাব্রুম মহকুমা পুলিশ প্রশাসন।
সড়ক সুরক্ষা মাস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে সাব্রুমে কর্মরত সাংবাদিকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার আইপিএস মরিয়া কৃষ্ণা সি, জেলা পুলিশ আধিকারিক আইপিএস বিশাল কুমার, সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ সাব্রুমের বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সাব্রুম ও মনুবাজার আইয়ামের কর্মীবৃন্দ এবং স্থানীয় একাধিক ক্লাবের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণা সি জানান, গত বছরে সারা দেশে প্রায় পাঁচ লক্ষ সড়ক দুর্ঘটনায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। তবে আশার কথা, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দক্ষিণ জেলায় সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। আরও সচেতন হলে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
এদিন জেলা পুলিশ আধিকারিক আইপিএস বিশাল কুমার বলেন,
“আমরা দামী মোবাইল ফোন রক্ষার জন্য হাজার হাজার টাকা খরচ করে মোবাইল কভার কিনি, অথচ নিজের মাথা রক্ষার জন্য ৫০০–৭০০ টাকার হেলমেট পরতে গাফিলতি করি। এটা সত্যিই দুঃখজনক।”
তিনি আরও বলেন, ১০–১৫ হাজার টাকার একটি মোবাইল আমাদের হৃদয়ের খুব কাছের হয়ে ওঠে, কিন্তু নিজের জীবন রক্ষার জন্য সামান্য মূল্যের একটি হেলমেট পরার বিষয়টি আমরা অবহেলা করি।
সড়ক সুরক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ সাংবাদিক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত সাংবাদিকরা এই মানবিক উদ্যোগের জন্য দক্ষিণ জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Leave feedback about this