2024-12-03
agartala,tripura
রাজ্য

জলবন্দি লোকজনদের উদ্ধার করলো এন ডি আর এফ(NDRF)

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ বন্যায় রাজধানীর প্রায় অধিকাংশ এলাকা জলের তলায়। নদীর জলে বেড়েছে কাটাখাল ও বলদাখালের জল স্তর। ভয়ঙ্কর চেহারা কাটাখালের। বাঁধের দক্ষিণ পাশে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। প্রকৃতির রুদ্ররুপের কাঁচের অসহায় মানুষ। জলের তলায় আস্ত বাড়ি চলে গেছে।

বাঁধের দক্ষিণ পাশে অধিকাংশ বাড়ি জলের নিচে। কোন কোন বাড়ির শুধুমাত্র টিনের ছাউনি দেখা যাচ্ছে। দুর্গত মানুষের জলবন্দি অবস্থায় থাকায় মিলছে না কোন খাবার। হাজার হাজার মানুষ গৃহবন্দি। বিনিদ্র রজনি কাটাচ্ছেন লোকজন। বন্যার্তদের উদ্ধারে বৃহস্পতিবার দুপুরে নামানো হয়েছে এন ডি আর এফ। এদিন জলবন্দি লোকজনদের তারা উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service