জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গা পুজোর আগে রাউত খলা ক্লাবের নামে বদনাম করার জন্য নাটক মঞ্চস্থ করেছে বাপ বেটা দুইজন । দুলাল মিয়া এবং মামন মিয়া দুজনেই এই ক্লাবের সদস্য । ক্লাবে চাঁদা দিতে এসে বেরিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে নাটক মঞ্চস্থ করেছে । মুর্দাকথা বনেদি এই ক্লাবকে কালিমা লিপ্ত করার অপকৌশল নিয়েছে দুলাল মিয়া ও তার পুত্র মামুন মিয়া । বৃহস্পতিবার ক্লাব গৃহে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেছেন ক্লাব সম্পাদক ।বাপ বেটা এই দুইজনের বিরুদ্ধে বিশালগড় থানায় সন্ত্রাসী কার্যকলাপের বহু মামলা নথিভুক্ত রয়েছে এমনকি তাদের বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে থানায় । প্রসঙ্গত বুধবার দিন দুলাল মিয়া ও মামুন মিয়া অভিযোগ করেছিল তাদেরকে দিনভর ক্লাবে আটকে রেখে মারধর করেছে । পরবর্তী সময় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে । বাস্তবে কাদের বক্তব্য সঠিক সেটা বেরিয়ে আসবে পুলিশি তদন্তে ।
অপরাধ
রাজ্য
ছেলে ও পিতার অভিযোগের পাল্টা অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের
- by janatar kalam
- 2023-10-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago





Leave feedback about this