2024-12-03
agartala,tripura
রাজ্য শিক্ষা

ছাত্র-ছাত্রীদেরকে অন্যান্য শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তোলার একটি মঞ্চ হচ্ছে কলা উৎসব : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন জেলায় সাড়া জাগিয়ে শুরু হচ্ছে কলা উৎসব। বুধবার শুরু হল পশ্চিম জেলা ভিত্তিক কলা উৎসব। রাজধানীর তুলসীবতি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠানের মধ্যদিয়ে পশ্চিম জেলা ভিত্তিক কলা উৎসবের সূচনা হয়। জেলাভিত্তিক কলা উৎসবের সুচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, বুনিয়াদী শিক্ষা অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। জেলাভিত্তিক কলা উৎসবের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন ২০১৫ সাল থেকে কলা উৎসব শুরু হয়।

তারপর থেকে প্রতি বছর কলা উৎসব করা হয়ে থাকে। পুথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে অন্যান্য শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তোলার একটি মঞ্চ হচ্ছে কলা উৎসব। কলা উৎসবে অংশগ্রহণের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জেলা ভিত্তিক কলা উৎসব থেকে যারা নির্বাচিত হয়, তারা রাজ্য ভিত্তিক কলা উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবে। পশ্চিম জেলা ভিত্তিক যুব উস্তব ঘিরে ভালো সাড়া পড়ে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service