2024-12-03
agartala,tripura
দেশ ধর্ম রাজনৈতিক

চিন্ময় মহাপ্রভুকে অবিলম্বে মুক্তি না দিলে কড়া মূল্য চোকাতে হবে বাংলাদেশকে : শুভেন্দু 

জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়করা। এর পর শুভেন্দুবাবু বলেন, ‘কৃষ্ণদাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি না দিলে কড়া মূল্য চোকাতে হবে বাংলাদেশকে।

মঙ্গলবার প্ল্যাকার্ড হাতে বিধানসভা চত্বরে মিছিল করেন বিজেপি বিধায়করা। চিন্ময় কৃষ্ণদাস প্রভুর মুক্তির দাবিতে স্লোগান দেন তাঁরা। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। ইউনুস সরকারকে কৃষ্ণদাস প্রভুকে মুক্তি দিতেই হবে। সন্ন্যাসীর মুক্তির দাবিতে আজ সন্ধ্যায় বেহালায় মশাল মিছিল হবে।

আগামীকাল আমরা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ চেয়েছি। কাল বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারেট ঘেরাও করবে বিজেপি বিধায়করা। রবিবারের মধ্যে কৃষ্ণদাস প্রভুকে মুক্তি না দিলে সোমবার পেট্রাপোল সীমান্ত অবরোধ করবেন বনগাঁর বিজেপি বিধায়ক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service