2024-12-03
agartala,tripura
দেশ ধর্ম বিশ্ব

চিন্ময় মহাপ্রভুকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া বার্তা দিল ভারতের বিদেশ মন্ত্রক

জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। গতকালই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় প্রভুকে। এরপর আজ তাঁকে আদালতে পেশ করা হলে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। এই আবহে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া বার্তা দিল ভারতের বিদেশ মন্ত্রক।

ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। বিগত দিনে বাংলাদেশের চরমপন্থীরা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে গিয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এছাড়াও বিভিন্ন মন্দিরকে অপবিত্র করার একাধিক অভিযোগও উঠেছে। এটা দুর্ভাগ্যজনক যে যখন এই ঘটনার অপরাধীরা মুক্ত রয়ে গিয়েছে। তবে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা শ্রী দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টিও উদ্বেগের সাথে নোট করছি।’

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service