জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২১-২২ সালের তৃতীয় ডিভিশন চ্যাষ্পিয়ন খেতাব জয়ী ক্লাব ব্লাডমাউথ। এবছর দ্বিতীয় ডিভিশনকে সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে। মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দলের কোচ সুভাষ বোস কে ফুটবলারদের অনুশীলন করাতে দেখা যায়। আগামি ৫ জুলাই দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে উষাবাজার স্থিত ভারত রত্ন সংঘে মুখোমুখি হবে ব্লাডমাউথ।এদিকে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি ডিভিশন ফুটবলকে সামনে রেখে মাঠে নামার আগে নাইন বুলেটস ক্লাব এদিন আস্তাবল ময়দানে বার পূজা দেয়। উপস্থিত ছিল ক্লাব কর্তৃপক্ষ ও টিমের কোচ সহ অন্যান্যরা এ বছর চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই ময়দানে ঝাপাবে নাইন বুলেট ক্লাব ,পাশাপাশি বহির রাজ্য ও বিভিন্ন নামিদামি ক্লাবের খেলোয়ারদের নিয়ে দল গঠন করেছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
খেলা
বি ডিভিশন ফুটবলের প্রস্তুতিতে ব্যস্ততা
- by janatar kalam
- 2023-06-20
- 0 Comments
- Less than a minute
- 2 years ago




Leave feedback about this