2025-08-29
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

কুমারঘাট রেল স্টেশনে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- সাতসকালে কুমারঘাট রেল স্টেশনে এক মর্মান্তিক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নিহত যুবকের নাম বিকাশ দেবনাথ (২৭), পিতা মৃত দীনেশ দেবনাথ। তিনি কুমারঘাট রেলওয়ে স্টেশনের পাশে সুকান্তনগর ৩ নং ওয়ার্ডে বসবাস করতেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকাশ দেবনাথকে মালবাহী ট্রেন ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে থাকা লোকজন তাঁকে সাহায্য করতে গেলে, তিনি দ্রুত মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগরে পাঠায়।

স্থানীয়রা জানায়, মৃত যুবকের বাড়িতে গতকাল মনসা পূজার আয়োজন ছিল এবং তার আশেপাশে অন্যান্য পূজাও চলছিল। বিকাশ দেবনাথ একজন শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service