2024-12-04
agartala,tripura
অপরাধ রাজ্য

কালোবাজারি রুখতে ময়দানে নামলো সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামলো সদর মহকুমা প্রশাসন। শনিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযানে নেমে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিল সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম।ভয়াল বন্যায় ভয়াবহ অবস্থা রাজ্যের। অভিযোগ এই সুযোগে কতিপয় অসাধু ব্যবসায়ী বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। অসহায় মানুষের পকেট কাটছে ব্যবসায়ীরা।

নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। পাইকারি কিংবা খুচরো সব জায়গায় একই অবস্থা। এমনিতেই বন্যায় হাজার হাজার মানুষ সর্বশান্ত। এই অবস্থায় অসাধু ব্যবসায়ীরা মানুষকে কিছুটা নিস্তার দেওয়ার পরিবর্তে আমজনতার পকেট কাটতে মরিয়া হয়ে উঠেছে। বাজারে বাড়িয়ে দিয়েছে সব কিছুর দাম। জিনিসের দাম যাতে এই অবস্থায় ব্যবসায়ীরা না বৃদ্ধি করে সেজন্য শুক্রবার বৈঠক করে খাদ্যমন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পরেও বাজারে বেড়েই চলেছে দাম বলে অভিযোগ।

বাধ্য হয়ে কর্তৃপক্ষের নির্দেশে অভিযানে নামলো সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম। শনিবার সকালে কালোবাজারি রুখতে ময়দানে নামে তারা। এদিন মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে প্রথমে বৈঠক করেন। এর পরে বাজারে বিভিন্ন দোকানে হানা দেয় প্রশাসনের টিম। অধিক দাম রাখার বিষয়টি সামনে উঠে আসে। প্রশাসনের টিম দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এখন দেখার প্রশাসনের অভিযানের পরে আদৌ দাম নিয়ন্ত্রণে রাখে কিনা ব্যবসায়ীরা?

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service