জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক কলেজ পড়ুয়া ছাত্র জেহাদীদের আক্রমণের শিকার হয়েছে বলে অভিযোগ। ঘটনা সংঘটিত হয়েছে বুধবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স এর পেছনে। অভিযোগ কলেজ থেকে ভাড়াবাড়ির উদ্দেশ্যে রওনা হলে রাস্তায় উমাশঙ্কর বণিক নামে তৃতীয় বর্ষের এক ছাত্রের উপর অতর্কিত হামলা চালায় প্রায় ৮-১০ জন জেহাদী। যাদের কাছে আগ্নেয়াস্ত্রসহ তরোয়াল ছুরি সবকিছু ছিল। ছুরি দিয়ে উমাশঙ্কর বণিকের পেটে ও পিঠে বেশ কয়েকটি আঘাত করেছে। এছাড়াও তার মাথায় আঘাত লেগেছে প্রচন্ড। বৃহস্পতিবার বজরং দলের সদস্যরা কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বলেন, শুধুমাত্র বজরং দলের প্রশিক্ষণপ্রাপ্ত ছিল বলে উমাশঙ্কর বনিক আট দশজন যুবকের সঙ্গে ধস্তাধস্তি করে কোনওক্রমে প্রাণ বাঁচিয়েছে। বজরং দল অবিলম্বে দোষীকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে।
অপরাধ
রাজ্য
শিক্ষা
কলেজ ছাত্রের উপর আক্রমণ প্রতিবাদে বজরং দল
- by janatar kalam
- 2023-08-31
- 0 Comments
- Less than a minute
- 2 years ago





Leave feedback about this