জনতার কলম আগরতলা প্রতিনিধি :- উদয়পুর বনদুয়ার বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে মঙ্গলবার সকালেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা উদয়পুর শহরে। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভবনের একাংশে, ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।
খবর পেয়ে উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরবর্তীতে আরো দুটি ইঞ্জিন উদয়পুর থেকে এবং দুটি ইঞ্জিন কাঁকড়াবন ও পালা টানা ও টিপিসি থেকে এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। প্রায় দেড় ঘণ্টার তৎপরতার পর পাঁচটি ইঞ্জিনের যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আগুনটি ট্রান্সফরমার রিপেয়ারিং রুম থেকেই শুরু হয়েছে। তবে ঠিক কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও একই স্থানে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। ফলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন, বিদ্যুৎ দপ্তরে নিরাপত্তা ব্যবস্থার যথেষ্ট ঘাটতি রয়েছে। ভয়াবহ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবার আগের তুলনায় ক্ষয়ক্ষতি বেশি।
আগুনের ভয়াবহ দৃশ্য দেখে আশপাশের এলাকার বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসায় শহরবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।





Leave feedback about this