জনতার কলম ওয়েবডেস্ক :- আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) প্রকল্পের আওতায় গত অর্থবর্ষে ২ কোটিরও বেশি চিকিৎসা সংক্রান্ত দাবি নিষ্পত্তি হয়েছে। এই খাতে মোট ব্যয়ের পরিমাণ ২৮ হাজার কোটি টাকারও বেশি—এমনই তথ্য জানাল কেন্দ্র সরকার।
আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে দেশের ১২ কোটি পরিবারকে প্রতি বছর প্রতি পরিবার ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হচ্ছে। এই বিমা সুবিধা মূলত মাধ্যমিক ও তৃতীয় স্তরের হাসপাতালে চিকিৎসার জন্য প্রযোজ্য।
প্রতিমন্ত্রী আরও জানান, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন প্রান্তে মোট ৪২ কোটি ৩১ লক্ষেরও বেশি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রবীণ নাগরিকদের জন্য চালু ‘আয়ুষ্মান বয় বন্দনা’ বিভাগে ইতিমধ্যেই ৮৯ লক্ষের বেশি কার্ড ইস্যু করা হয়েছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করতেই এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবার সুযোগ পাচ্ছেন বলে সংসদে জানানো হয়।


Leave feedback about this