2024-11-02
agartala,tripura
অপরাধ রাজ্য

আত্মহত্যায় মৃত্যু এক কৃষকের 

Picture of a numb hand of a woman showing death or unconsciousness

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যু হল কৃষক নিখিল দাসের। শুক্রবার জিবি হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিজনদের হাতে তুলে দেওয়া হয় দেহ। জানা গেছে এই কৃষক বিষপান করেছিল। কি কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই কৃষক তা জানা যায়নি। মৃত কৃষকের বয়স ৫৪ বছর। ঘটনা তেলিয়ামুড়ার লক্ষ্মীপুর এলাকায়।

মৃত নিখিল দাসের ভাগিনা পরিমল দাস জানান বুধবার রাতে নিজ বাড়িতে বিষ পান করে নিখিল দাস। পরবর্তী সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে নিখিল দাসকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়।

অবশেষে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরে নিখিল দাস। শুক্রবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service