2024-12-23
Ramnagar, Agartala,Tripura
খেলা

TFA-এ পরিচালিত তৃতীয় ডিভিশন লিগে আমরা ক’জনা-কে ৬-০ গোলে পরাজিত করলো স্বামী বিবেকানন্দ ক্লাব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সি ডিভিশন ফুটবলের দুই গ্রুপের দুটি ম্যাচ হয় বৃহস্পতিবার। উমাকান্ত মাঠে হয় ম্যাচ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে এ-গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় প্রান্থই স্পোটিং সোসাইটি ও সিমনা তমাকারি এফ সি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল। ম্যাচে সিমনা এফ সি-র হয়ে গোল করে খেলার ৫৫ মিনিটে জনসন দেববর্মা।

অন্যদিকে প্রান্থই এর হয়ে গোল করে খেলার ৬৩ মিনিটে বিরু দেববর্মা। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয় বি-গ্রুপের দুই দল স্বামী বিবেকানন্দ ক্লাব ও আমরা কজনা। এবছর প্রথম তৃতীয় ডিভিশন খেলতে নেমে আমরা ক’জনা-কে ৬-০ গোলে পরাজিত করে স্বামী বিবেকানন্দ ক্লাব। ম্যাচে স্বামী বিবেকানন্দ ক্লাবের হয়ে হ্যাট্রিক করে বিশ্ব চৌধুরী৷ বিশ্ব চৌধুরী ৩৪, ৬৪ ও ৬৭ মিনিটে পর পর ৩ টি গোল করে। এছাড়া জোড়া গোল করে মুসম আহমেদ ও একটি গোল করে সাবির হোসন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service