2024-12-16
agartala,tripura
অপরাধ খেলা রাজ্য

TCA বিতর্কিত মামলার শুনানি আগামীকাল 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টি সি এ মামলার আলোচনা শুরু হয়েছে বিচারপতি অরিন্দম লোধের নিজস্ব কক্ষে। বৃহস্পতিবারও চলবে এই আলোচনা। তারপরই নেয়া হবে সিদ্ধান্ত। জানিয়েছেন মামলার আইনজীবী শংকর লোধ। টিসিএ মামলার নিষ্পত্তি হলো না বুধবারও। বৃহস্পতিবার ফের দুই গোষ্ঠীকেই স্বশরীরে হাজির থাকতে হবে আদালতে। বুধবার আংশিক আলোচনা হয়েছে টি সি এ এর ঝামেলা নিয়ে। টিসিএএর জেনারেল বডি বিচারপতি অরিন্দম লোধের কাছে সমস্ত তথ্য জোগাড়ের জন্য একদিনের সময় চেয়েছেন বলে জানিয়েছে আইনজীবী শংকর লোধ। এদিকে বিতর্কিত সভাপতি তপন লোধ বিচারপতি সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে একেবারেই মুখ খুলতে চাইছে না। বলছে, সবকিছু আগামীকালকেই প্রকাশ্যে আসবে। প্রসঙ্গত রাজ্যের ইতিহাসে টিসিএ এর এই ঘটনা খেল জগতে ইতিহাস হয়ে থাকবে। কোন একটি সংস্থার পরিচালনগত ত্রুটি ও দুর্নীতি নিয়ে উচ্চ আদালত পর্যন্ত মামলা করালো। এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছে পুরো ক্রীড়া প্রেমী মহল।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service