জনতার কলম ওয়েবডেস্ক:- কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আগামী মঙ্গলবার রাজধানী নয়া দিল্লিতে দ্বিতীয় জাতীয় মাদকবিরোধী টাস্ক ফোর্স (ANTF) প্রধানদের সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলনের পাশাপাশি তিনি নারকোটিক কন্ট্রোল ব্যুরো (NCB)-এর ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করবেন এবং অনলাইন ড্রাগ ডিস্পোজাল ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। এই সম্মেলনে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ANTF প্রধানসহ অন্যান্য সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা অংশগ্রহণ করবেন। সম্মেলনটি ১৬ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এই সম্মেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাদকমুক্ত ভারত গড়ার প্রতিশ্রুতিকে শক্তিশালী করার পাশাপাশি এর জন্য একটি কার্যকর রোডম্যাপ তৈরি করার লক্ষ্যে আয়োজিত। সম্মেলনের মূল থিম “United Resolve, Shared Responsibility” বা “একতা ভাবনা, সমবায় দায়িত্ব”।
সম্মেলনে দেশের মাদক সমস্যার মোকাবিলায় সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সম্মিলিত প্রচেষ্টার পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষভাবে মাদক সরবরাহ ও চাহিদা হ্রাস, ক্ষতিকর প্রভাব হ্রাস, জাতীয় নিরাপত্তার প্রভাব এবং মাদক আইন প্রয়োগের আরও শক্তিশালীকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হবে। এছাড়াও, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য ‘সমগ্র সরকারের অংশগ্রহণের প্রয়োজনীয়তা’ নিয়েও গুরুত্বপুর্ন পর্যালোচনা অনুষ্ঠিত হবে।
২০১৯ সালের পরে মোদী সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ২০২১ সালে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে নির্দেশ দিয়েছিলেন আলাদা করে Anti-Narcotics Task Force (ANTF) গঠন করার জন্য। এর আগে, ২০২৩ সালের এপ্রিল মাসে প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যেখানে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ANTF প্রধানরা অংশগ্রহণ করেছিলেন।
–
Leave feedback about this