জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন (সিবিএসই)-র দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হল মঙ্গলবার। সব পরীক্ষা শেষ হওয়ার ১ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হল। এইবার দেশজুড়ে এই পরীক্ষায় পাশের হার ৮৮.৩৯ শতাংশ। গতবারের থেকে যা ০.৪১ শতাংশ বেশি বলে জানিয়েছে বোর্ড।
চলতি বছরে ১৭,০৪,৩৬৭ছাত্রছাত্রী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন। পরীক্ষায় বসেছিলেন ১৬,৯২, ৭৯৪ জন। উর্ত্তীণ হয়েছেন, ১৪,৯৬, ৩০৭ জন। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, পাশের হারে ছাত্রীরা, ছাত্রদের থেকে এগিয়ে। এইবার ১১ শতাংশ ছাত্রী পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন। যা ছাত্রদের থেকে ৫.৯৪ শতাংশ বেশি।
এদিকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারাতে পাশের সবথেকে বেশি। সেখানে ৯৯.৬০ শতাংশ পড়ুয়া পরীক্ষায় উর্তীণ হয়েছেন। তালিকা সবচেয়ে নিজে রয়েছে প্রয়াগরাজ। এই এলাকার পাশের হার ৮০ শতাংশ। বোর্ড সূত্রে জানা গিয়েছে, এবছর দেশজুড়ে ২৬টি জায়গার ৭৮৪২টি সেন্টারে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ছাত্রছাত্রীদের পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে হয়েছিল।
এদিকে, সিবিএসই দশম শ্রেণীর ফলাফলও এদিন প্রকাশিত হয়। এবছর ৪৫,৫১৬ জন শিক্ষার্থী ৯৫শতাংশ এর বেশি নম্বর পেয়েছে। ২০২৫ সালের সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায়, ৪৫,৫১৬ জন শিক্ষার্থী, অর্থাৎ মোট পরীক্ষার্থীর ১.৯২শতাংশ, ৯৫ শতাংশ এর বেশি নম্বর পেয়েছে। এছাড়াও, ১৯৯,৯৪৪ জন শিক্ষার্থী (৮.৪৩শতাংশ) ১০ শতাংশ এর বেশি নম্বর পেয়েছে। উল্লেখ্য, গত বছরের চাইতে এই বছর সিবিএসই বোর্ডে দ্বাদশ এবং দশম ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি ছিল।
Leave feedback about this