জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর বিরোধিতা করলো প্রদেশ কংগ্রেস। সোমবারই সাংবাদিক সম্মেলনে এই আইন রাজ্যে যাতে লাগু না হয় সেই দাবি জানিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। রাজ্যজুড়ে তারা আন্দোলনেও নামবে বলে সাফ জানিয়ে দেয়। সিএএর বিরোধিতা করে পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার মুখ্য সচিবের কাছে স্মারকলিপি জমা দেয় ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেস।
এদিন সংগঠনের তরফে এক প্রতিনিধি মহাকরণে মুখ্য সচিবের সঙ্গে দেখা করে দাবি সনদ পেশ করেন। তাদের অভিযোগ ত্রিপুরায় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হলে সংখ্যালঘু হয়ে যাবে আদিবাসীরা। এদিন ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ অন্যরা।
শব্দ কুমার জমাতিয়া বলেন, সিএএ লাগু করার জন্য ত্রিপুরায় কমিটি গঠন করা হয়েছে। এর প্রতিবাদ জানায় আদিবাসী কংগ্রেস। রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য অসুবিধা হয়ে দাঁড়াবে নাগরিকত্ব সংশোধনী আইন। তাই এর বিরোধিতা বলে জানান আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান।
Leave feedback about this