May 14, 2024
agartala,tripura
বিশ্ব

পদত্যাগ করলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা–নুকারা পদত্যাগ করেছেন। দেশটির মন্ত্রিসভায় রদবদলে উপপ্রধানমন্ত্রীর পদ হারানোর পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোববার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন থাইল্যান্ড সরকারের মুখপাত্র চাই ওয়াচারঙ্কে।

চাই ওয়াচারঙ্কে বলেন, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাঁর পদত্যাগে পররাষ্ট্রসংক্রান্ত সরকারি কাজের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ, তাঁর জায়গায় মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ও অন্য কর্মকর্তারা কাজ চালিয়ে নিতে পারবেন।

পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পার্নপ্রির বক্তব্য পায়নি রয়টার্স। তবে তাঁর পদত্যাগ থাইল্যান্ডের অনেককেই বিস্মিত করেছে। তাঁদের মধ্যে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের মতো সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও। এই পদত্যাগ ‘অপ্রত্যাশিত’ বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

স্থানীয় একটি গণমাধ্যম পার্নপ্রির পদত্যাগপত্রটি প্রকাশ করেছে। তাতে তিনি বলেছেন, অতীত কর্মকাণ্ডের জন্য উপপ্রধানমন্ত্রী পদ থেকে তাঁকে সরানো হয়নি বলে বিশ্বাস করেন তিনি। কারণ, তিনি ভালোভাবেই নিজের দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে থাইল্যান্ডের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করেছেন।

এর আগে রোববারেই থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভার অনুমোদন দেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন। রাজকীয় এক প্রজ্ঞাপনে দেখা যায়, পার্নপ্রির নাম শুধু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া নতুন মন্ত্রিত্ব পেয়েছেন ছয়জন। মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে চারজনকে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service