June 2, 2024
agartala,tripura
রাজ্য

জলে তলিয়ে গেল বিশালগড় থানা, তৎসঙ্গে পুর পরিষদ কর্তৃপক্ষকে নির্দেশ দ্রুত এই জল নিষ্কাশনে ব্যবস্থা গ্রহণ সুশান্তের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলমগ্ন বিশালগড় থানা । থানার ভিতরে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে তিন চারটি রুম । খবর পেয়ে তড়িঘড়ি থানাতে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব ।সঙ্গে সঙ্গেই ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছেন যাতে করে জল সরানোর ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত থানা এলাকাটি নিচু স্থান হওয়ায় অল্প বৃষ্টিতেই থানার ভিতর জল জমাট হয়ে যায়।  যার ফলে প্রায় প্রতিটি রুমে জল ঢুকে যায়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service