জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারাদেশে নেতাজির জীবন সংগ্রাম ও নির্ভীক দেশপ্রেমকে আমাদের দেশের যুব সমাজের মধ্যে তুলে ধরার লক্ষ্যমাত্রা নিয়ে বৃহস্পতিবার রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে এ আই ডি এস ও, এ আই এম এস এবং এ আই ডি ওয়াই ও এর যৌথ উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়।
এদিন নেতাজির জন্ম জয়ন্তীতে সংগঠনের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর দুষ্প্রাপ্য ছবিও প্রদর্শন করা হয়। এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের এক নেতৃত্ব বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলায় বলেছিলেন আমাদের দেশ থেকে ইংরেজদের তাড়াতে পারলে সেটাই আমার কর্তব্য হবে কিন্তু তিনি পরে বলেছিলেন যে ইংরেজ তাড়ালে হবে না সমাজ পরিবর্তন করতে হবে।
সেটাই এখন আমরা দেখছি আমাদের দেশের বিভিন্ন জাতের মানুষ বিভিন্নভাবে শোষণের শিকার হচ্ছেন, কিন্তু নেতাজির দৃষ্টিতে দেখলে তিনি সমস্ত শোষনের মুক্তি চেয়েছিলেন, এক কথায় সম্পূর্ণ স্বরাজ চেয়েছিলেন। তাই নেতাজির জীবন আদর্শ ও দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনধারা ও নির্ভীক দেশপ্রেমকে ভবিষ্যৎ প্রজন্মের সম্মুখে তুলে ধরাই হলো সংগঠনের মূল লক্ষ্য।
Leave feedback about this