জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ ‘পিএম শ্রী’ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা সেকেরকোট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের আধুনিক তিনতলা ভবনের ভূমিপূজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন হবে এবং শিক্ষার্থীরা আরও আধুনিক ও উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘পিএম শ্রী’ প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার সুফল রাজ্যবাসী পাচ্ছেন।
একই দিনে বিদ্যালয়ের ৭৮তম প্রতিষ্ঠা দিবস (ফাউন্ডেশন ডে) উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষাগত ঐতিহ্য ও অবদানের প্রশংসা করে তিনি বলেন, এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও দক্ষ, যোগ্য ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা শ্রীমতি অন্তরা সরকার দেবী মহোদয় সহ অন্যান্য জনপ্রতিনিধি, শিক্ষা দপ্তরের আধিকারিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানজুড়ে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।


Leave feedback about this