2026-01-31
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে এইমসের সঙ্গে যৌথ উদ্যোগ, মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে স্বাস্থ্য পরিষেবাকে আধুনিক ও রোগীবান্ধব করতে একগুচ্ছ সংস্কারমূলক উদ্যোগের বাস্তবায়ন শুরু করেছে ত্রিপুরা সরকার। জরুরি চিকিৎসা পরিষেবা আরও শক্তিশালী করা, আইসিইউ সুবিধা বাড়ানো, অপারেশন থিয়েটার চালু করা, পিপিপি মডেলে আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করা এবং হাসপাতালের সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করার কাজ চলমান রয়েছে।

রোগীকেন্দ্রিক পরিষেবা নিশ্চিত করতে ইতিমধ্যেই ‘মেরা হসপিটাল’ মোবাইল অ্যাপ ব্যবহার শুরু হয়েছে রাজ্যে। পাশাপাশি রোগীদের কাছ থেকে নিয়মিত মতামত সংগ্রহ ও পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে এইমস-এর ‘সন্তুষ্ট’ অ্যাপ চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এই প্রেক্ষাপটে বুধবার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এইমস, নয়া দিল্লি ও ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU)-এর ভিত্তিতে গৃহীত পদক্ষেপগুলির অগ্রগতি পর্যালোচনা করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের শীর্ষ আধিকারিক এবং এইমস কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

২০২৪ সালের অক্টোবরে স্বাক্ষরিত MoU এবং ২০২৫ সালের ১৭ জানুয়ারির পরবর্তী আলোচনার ভিত্তিতে তৈরি অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) বৈঠকে উপস্থাপন করা হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য রাজ্যে চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার মান উন্নয়নে এইমস-এর সঙ্গে কাঠামোবদ্ধ সহযোগিতা গড়ে তোলা।

চুক্তি অনুযায়ী প্রশাসনিক সংস্কার, শিক্ষক উন্নয়ন কর্মসূচি, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির নানা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। একইসঙ্গে ত্রিপুরায় একটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় স্থাপনের দিকেও উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে মেডিক্যাল শিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে জানানো হয়, আইটি-নির্ভর ব্যবস্থা চালু, অতিরিক্ত জনবল নিয়োগ, নতুন বিভাগ গঠন এবং পরিষেবা বিধিতে প্রয়োজনীয় সংশোধনের মতো একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে চুক্তির বাস্তবায়ন আরও কার্যকর হয়। এসব উদ্যোগের ফলে হাসপাতাল পরিষেবা, মেডিক্যাল শিক্ষার মান এবং সামগ্রিক স্বাস্থ্য প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এইমস, নয়া দিল্লির সঙ্গে যৌথভাবে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও মেডিক্যাল শিক্ষা পরিকাঠামোর সার্বিক উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

এই ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে (আইএএস), স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ অধিকর্তা ডা. অঞ্জন দাস, মেডিক্যাল শিক্ষা অধিকর্তা অধ্যাপক (ডা.) এইচপি শর্মা, যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ডা. রাজেশ অনিল আচার্য, আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. বিধান গোস্বামী এবং এজিএমসি-র অধ্যক্ষ অধ্যাপক (ডা.) তপন মজুমদার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service