জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ ৩০ জানুয়ারি, মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস। দেশের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদানকারী সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি শহীদ দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
শহীদ দিবস উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সার্কিট হাউজ সংলগ্ন মহাত্মা গান্ধীর মূর্তি প্রাঙ্গণে উপস্থিত হয়ে জাতির জনকের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি গান্ধীঘাটে অবস্থিত গান্ধীবেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাজ্যপালের শ্রদ্ধা নিবেদনের সময় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা উপস্থিত থেকে গান্ধীজীর প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যও জাতির জনকের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, মহাত্মা গান্ধী সত্য, অহিংসা ও স্বদেশী পণ্য ব্যবহারের যে আদর্শ রেখে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর জীবনদর্শন অনুসরণ করেই দেশকে স্বনির্ভর ও শক্তিশালী করে গড়ে তোলা সম্ভব। তিনি দেশবাসীর প্রতি স্বদেশী পণ্য ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
লোক ভবন সূত্রে এই সংবাদ জানানো হয়েছে।


Leave feedback about this