2026-01-30
Ramnagar, Agartala,Tripura
দেশ

রাজঘাটে শ্রদ্ধাঞ্জলি, বাপুর আদর্শেই আত্মনির্ভর ভারতের পথচলা: মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজঘাটে গিয়ে জাতির জনকের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এই উপলক্ষে তিনি গান্ধিজির স্বদেশি ও অহিংসার চিরন্তন আদর্শ স্মরণ করে বলেন, এই মূল্যবোধই আজও ভারতের আত্মনির্ভরতা ও উন্নয়নের পথে পথপ্রদর্শক হয়ে রয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। তাঁর কালজয়ী আদর্শ আজও আমাদের জাতির যাত্রাপথকে পথ দেখায়। ন্যায়, সম্প্রীতি ও মানবতার সেবার উপর প্রতিষ্ঠিত ভারত গড়ার অঙ্গীকার আমরা পুনর্ব্যক্ত করছি।”

অন্য একটি পোস্টে প্রধানমন্ত্রী অহিংসার উপর গান্ধিজির অটল বিশ্বাসের কথা তুলে ধরেন। তিনি বলেন, “শ্রদ্ধেয় বাপু মানবতার সুরক্ষার জন্য সর্বদা অহিংসার উপর জোর দিয়েছেন। এর এমন শক্তি রয়েছে, যা অস্ত্র ছাড়াই বিশ্বকে বদলে দিতে পারে।” এসময় তিনি অহিংসাকে সর্বোচ্চ ধর্ম, সত্য ও নৈতিক শক্তি হিসেবে বর্ণনা করা সংস্কৃত শ্লোকও উদ্ধৃত করেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান এবং গান্ধী স্মৃতি স্থলে আয়োজিত সর্বধর্ম প্রার্থনা সভা ও শহিদ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠ, কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর সহ একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ অন্যান্য নেতারা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা দেশের ঐক্য রক্ষায় গান্ধিজির অবদান এবং সত্য, অহিংসা ও সামাজিক সম্প্রীতির আদর্শ স্মরণ করেন।

মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী নামে সর্বাধিক পরিচিত, ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অনন্য অবদানের জন্য ইতিহাসে চিরস্মরণীয়। অহিংসা ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মানুষকে সংগঠিত করে ব্রিটিশ শাসনের অবসানে निर्णায়ক ভূমিকা পালন করেন।

‘বাপু’ নামে স্নেহভাজন গান্ধীজিকে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি হত্যা করা হয়। প্রতি বছর এই দিনটি শহিদ দিবস হিসেবে পালিত হয়, যখন দেশজুড়ে মানুষ শান্তি, ঐক্য ও নৈতিক সাহসের তাঁর অমর উত্তরাধিকারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service