2026-01-29
Ramnagar, Agartala,Tripura
অপরাধ দেশ বিশ্ব

ভারত-বাংলাদেশ সহযোগিতায় মুক্তি পেলেন ১৫১ জন জেলে, ফিরল নৌযান

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে মোট ১৫১ জন মৎস্যজেলের মুক্তি ও প্রত্যাবর্তন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এই প্রক্রিয়া সফলভাবে শেষ হয়। এর মধ্যে ২৩ জন ভারতীয় জেলে এবং ১২৮ জন বাংলাদেশি জেলে নিজ নিজ দেশে ফিরে গেছেন। পাশাপাশি একটি কার্যক্ষম মাছ ধরার নৌযানও ফেরত দেওয়া হয়েছে।

বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি কয়েকজন ভারতীয় জেলে অনিচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা (IMBL) অতিক্রম করায় বাংলাদেশি কর্তৃপক্ষ তাঁদের আটক করেছিল। একইভাবে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হন কয়েকজন বাংলাদেশি জেলে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি এবং গত বছরের ডিসেম্বর মাসেও ভারত মানবিকতার ভিত্তিতে ১৪২ জন ভারতীয় জেলের মুক্তি নিশ্চিত করে এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে ১২৮ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেয়।

বিদেশ মন্ত্রক জানায়, উভয় দেশের মৎস্যজীবী সম্প্রদায়ের মানবিক দিক এবং জীবিকা সংক্রান্ত বিষয় মাথায় রেখেই এই জেলেদের ও নৌযান বিনিময়ের ব্যবস্থা করা হয়েছে। আটক থাকার সময় ভারতীয় জেলেদের সুস্থতা ও নিরাপত্তার ওপর নজর রাখে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। প্রয়োজনীয় সামগ্রী ও শীতবস্ত্রও সরবরাহ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত সরকার দেশের মৎস্যজেলেদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service