2026-01-19
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দিল্লিতে ত্রিপুরা ভবনের সম্প্রসারণে ২.৯৫ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য পরিকাঠামোগত সুবিধা আরও মজবুত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার দিল্লির বীর টিকেন্দ্রজিৎ মার্গে অবস্থিত ত্রিপুরা ভবনের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এই সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় ২.৯৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ছয়টি কক্ষ ও দুটি হলরুম। চিকিৎসা, শিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সরকারি কাজে দিল্লিতে আসা ত্রিপুরাবাসীদের দীর্ঘদিনের আবাসন সমস্যার সমাধানে এই প্রকল্প বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভা উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজকল্যাণমন্ত্রী টিঙ্কু রায়, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা, উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, তফসিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস, সিআরসি মনোজ কুমারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, বর্তমানে দিল্লিতে দুটি ত্রিপুরা ভবন কার্যকর থাকলেও রাজ্য থেকে আগত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সীমিত পরিসরের কারণে অনেক সময় সমস্যার মুখে পড়তে হয় রাজ্যবাসীদের। এই বাস্তবতা বিবেচনা করেই ত্রিপুরা ভবনের সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে রাজ্যের মানুষের জন্য আরও উন্নত ও সম্মানজনক পরিষেবা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজকল্যাণমন্ত্রী সুধাংশু দাস বলেন, এই নতুন ভবন জনসাধারণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানান, এই উদ্যোগ রাজ্য সরকারের মানবিক ও জনমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা দিল্লিতে ত্রিপুরাবাসীদের স্বাচ্ছন্দ্য ও মর্যাদা নিশ্চিত করবে।

শিল্পমন্ত্রী সান্তনা চাকমা প্রকল্পটিকে একটি মাইলফলক হিসেবে অভিহিত করে বলেন, এর মাধ্যমে জাতীয় রাজধানীর সঙ্গে ত্রিপুরার সংযোগ আরও সুদৃঢ় হবে। রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরা ভবনের এই সম্প্রসারণ রাজ্যের ইতিহাসে এক গর্বের অধ্যায়, যা প্রশাসনিক, সাংস্কৃতিক ও অতিথি পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

রাজ্য প্রশাসনের মতে, এই প্রকল্প শুধু পরিকাঠামোগত উন্নয়নই নয়, বরং ‘বিকশিত ত্রিপুরা’-র স্বপ্নপূরণে জাতীয় রাজধানীতে রাজ্যের পরিচিতি ও উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service