2026-01-02
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গ্রামীণ সংস্কৃতি রক্ষায় সরকারিভাবে আয়োজিত বরগোল সাংস্কৃতিক মেলা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-গ্রামীণ সংস্কৃতি ও লোকসংস্কৃতির বিকাশে অন্যতম ভূমিকা নিচ্ছে গ্রামীণ এলাকায় আয়োজিত মেলা। এই মেলা গ্রামীণ শিল্পীদের জন্য একটি বিরাট মঞ্চ। এর মাধ্যমে গ্রামীণ সংস্কৃতিকে বিকশিত করা হচ্ছে। আজ ধর্মনগরের কদমতলা ব্লকের বরগোলে পাঁচদিন ব্যাপী সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিচ্ছু রায়। বরগোল উচ্চ বিদ্যালয়ের মাঠে আরাধনা সাংস্কৃতিক সংস্থা ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজকল্যাণমন্ত্রী টিংকু রায় আরও বলেন, আগে আরাধনা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হত। বিগত তিন বছর ধরে এই মেলাটি সরকারিভাবে আয়োজন করা হচ্ছে। এই মেলা একদিকে যেমন গ্রামীণ সংস্কৃতির বিকাশে ভূমিকা নিচ্ছে তেমনি, মেলায় আয়োজিত বিভিন্ন স্টলে স্বসহায়ক দলের জন্য তাদের নিজেদের উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শনী ও বিক্রির সুযোগ হচ্ছে। এছাড়া মেলায় বিভিন্ন দপ্তরের উদ্যোগে প্রদর্শনী স্টল খোলা হয়েছে। এর মাধ্যমে মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হবে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের স্টলের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা, কিশোরী মেয়েদের বিভিন্ন বিষয়ে সচেতন করা, মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ের সচেতন করা হবে। মা ও শিশু যদি সুস্থ থাকে, তাদের যদি সঠিক পুষ্টি গ্রহণ করার জন্য সচেতন করা হয়, তাহলে রক্তাল্পতা থেকে রক্ষা করা যায়।

তিনি আরও বলেন, আমাদের নেশা মুক্ত সমাজ গঠন করতে হবে। শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের সংকল্প করতে হবে নেশা থেকে দূরে থাকার। আমাদের যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে হবে। তবেই সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে। সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমরা যে বিভিন্ন সময় বৃক্ষরোপণ করছি সেগুলিকে বাঁচাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করার জন্য ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচি নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, কদমতলা ব্লকের বিডিও সঞ্জীব দেবনাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা রিপন চাকমা, বড়গোল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ নাথ, সমাজসেবী কাজল কুমার দাস প্রমুখ। ৫ দিন ব্যাপী মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সেমিনার, ক্যুইজ, কবিতা ও সাহিত্য পাঠের আসর, সংগীত ও নৃত্য ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service