জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শীতের তীব্রতা ও ক্রমাগত তাপমাত্রা হ্রাসের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে এডিসি প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রচণ্ড শীতের কারণে এডিসি প্রশাসনের নিয়ন্ত্রণাধীন সমস্ত বিদ্যালয়ে আগামীকাল থেকে আগামী ১৩ই জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
এডিসি প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীতজনিত অসুস্থতার আশঙ্কা থাকায় বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি হলে বিদ্যালয় পুনরায় খোলার বিষয়ে পরবর্তী নির্দেশিকা জারি করা হবে। এদিকে ছাত্রছাত্রীদের বাড়িতে নিরাপদে থাকার পাশাপাশি উষ্ণ পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রচণ্ড শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় প্রশাসনের এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।


Leave feedback about this