2025-12-23
Ramnagar, Agartala,Tripura
খেলা

নিরাপত্তা ঘাটতির কারণে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির ম্যাচের অনুমতি দিল না কর্নাটক পুলিশ

জনতার কলম ওয়েবডেস্ক :- নিরাপত্তা ও দর্শক নিয়ন্ত্রণ সংক্রান্ত গুরুতর উদ্বেগের কারণে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিজয় হাজারে ট্রফির দিল্লি বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের অনুমতি দেয়নি কর্নাটক পুলিশ।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং-এর নেতৃত্বে গ্রেটার বেঙ্গালুরু অথরিটি, ফায়ার ডিপার্টমেন্ট-সহ একাধিক দফতরের আধিকারিকরা স্টেডিয়ামটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর পরিকাঠামো ও জরুরি প্রস্তুতির ক্ষেত্রে একাধিক গুরুতর ঘাটতির বিষয় উঠে আসে।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং জানান, স্বরাষ্ট্র দফতরের নির্দেশে সোমবার একটি বিশেষ কমিটি স্টেডিয়াম পরিদর্শন করে। তিনি বলেন, “ফায়ার ডিপার্টমেন্ট, বেঙ্গালুরু ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (বেস্কম), গ্রেটার বেঙ্গালুরু অথরিটি এবং পুলিশের আধিকারিকরা যৌথভাবে স্টেডিয়াম পরিদর্শন করেছেন। কমিটির রিপোর্টের ভিত্তিতে বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচের অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি একটি বিস্তারিত প্রতিবেদন সরকারকে জমা দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার এর আগেই ১৭ দফা নির্দেশিকা জারি করেছিলেন, যেখানে বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ ছিল। পরিদর্শনকারী কমিটি সেই নির্দেশাবলির বাস্তবায়ন যাচাই করে সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র আইপিএল জয় উদযাপনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর থেকেই স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service