জনতার কলম আগরতলা প্রতিনিধি:- পশ্চিম ত্রিপুরার লোকসভা সাংসদ ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংসদে এমবিবি বিমানবন্দর, আগরতলা থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা চালুর দাবি জানান। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রীয় বেসামরিক উড়ান মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, “এমবিবি বিমানবন্দর সম্পূর্ণভাবে আন্তর্জাতিক উড়ান পরিচালনার জন্য প্রস্তুত। এখানে রয়েছে ২০টি চেক-ইন কাউন্টার, ৪টি অ্যারো ব্রিজ এবং বছরে ৩০ লক্ষ যাত্রী ধারণক্ষমতা। তাছাড়া রাজ্য সরকার বিমানবন্দর কর্তৃপক্ষকে ১৮.৮৫ কোটি টাকা বরাদ্দ করেছে।”
তিনি জানান, আন্তর্জাতিক উড়ান চালুর ক্ষেত্রে যেসব প্রযুক্তিগত বিষয় ছিল, সেগুলো ইতোমধ্যেই মিটে গেছে। “ত্রিপুরা সরকার ইমিগ্রেশন কাউন্টারে দায়িত্ব পালনের জন্য ২৫ জন পুলিশ কর্মকর্তার তালিকা কেন্দ্রকে পাঠিয়ে দিয়েছে। ফলে আর কোনও বাধা নেই। তাই কেন্দ্র সরকারের উচিত দ্রুত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া,” বলেন দেব।
এছাড়া তিনি উল্লেখ করেন যে সম্প্রতি এমবিবি বিমানবন্দরকে ‘বর্ডারিং এয়ারপোর্ট’ মর্যাদা দেওয়া হয়েছে এবং পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে গ্রাউন্ড লাইটিং সিস্টেমও স্থাপন করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আগরতলা থেকে আন্তর্জাতিক আকাশপথ শীঘ্রই চালু হবে এবং ত্রিপুরা পূর্বোত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ এয়ার কানেক্টিভিটি হাবে পরিণত হবে।


Leave feedback about this