জনতার কলম আগরতলা প্রতিনিধি :- নাবালিকা কন্যাকে শ্লীলতাহানি ও অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন ৫৫ বছরের এক বৃদ্ধ। ধৃতের নাম জহর মিয়া। গোপন সূত্রের ভিত্তিতে বোধজং নগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাধি আমতলী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ১ ডিসেম্বর ২০২৫ ইং বিকেলবেলা। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত জহর মিয়া এক নাবালিকা কন্যার প্রতি শ্লীলতাহানির চেষ্টা চালান। ঘটনার পরই নাবালিকার পরিবার সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে নতুন BNS ধারায় এবং পক্সো আইনের অধীনে মামলা রুজু করা হয়।
পরবর্তী সময়ে সোনামুড়া থানা, আমতলী থানা এবং বোধজং নগর থানার কর্মকর্তারা যৌথভাবে অভিযুক্তকে গ্রেপ্তারের উদ্যোগ নেন। তিন থানার সমন্বিত অভিযানে শেষ পর্যন্ত পশ্চিম নোয়াবাধি আমতলী এলাকা থেকে ধৃতকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জহর মিয়াকে আজ মহামান্য আদালতে সোপর্দ করা হবে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাবালিকা সুরক্ষা আইন অনুযায়ী মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


Leave feedback about this