2025-11-24
Ramnagar, Agartala,Tripura
দেশ

দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জাস্টিস সুর্য কান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- জাস্টিস সুর্য কান্ত আজ দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান। তিনি জাস্টিস বি. আর. গাভাইয়ের স্থলাভিষিক্ত হলেন, যিনি গতকাল দায়িত্ব ছাড়েন।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভা স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা—অমিত শাহ, রাজনাথ সিং, জে. পি. নাড্ডা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৯৬২ সালে হরিয়ানার হিসারে জন্ম জাস্টিস সুর্য কান্ত ১৯৮৪ সালে হিসার জেলা আদালতে আইন পেশায় যাত্রা শুরু করেন। সাংবিধানিক, সার্ভিস ও দেওয়ানি বিষয়ে তিনি বিশেষজ্ঞ ছিলেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বোর্ড, কর্পোরেশন, ব্যাংকসহ হাই কোর্টের পক্ষেও প্রতিনিধিত্ব করেছেন। ২০০০ সালে হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে তিনি বিশেষ সম্মান অর্জন করেন।

২০০৪ সালে তাঁকে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে উন্নীত করা হয়। ২০১৮ সালে তিনি হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। পরে ২০১৯ সালের মে মাসে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নেন।

জাস্টিস সুর্য কান্ত প্রায় ১৫ মাস দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service