2025-11-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

“অপরাধে কোনো প্রশ্রয় নয়”, ষড়যন্ত্র চলছে সরকারের ভাবমূর্তি নষ্টে : সুবল

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলা – রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সদ্য নেওয়া সরকারি সিদ্ধান্ত নিয়ে শনিবার বিজেপির প্রদেশ দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বার্তা দিলেন দলীয় শীর্ষনেতারা। উপস্থিত ছিলেন প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, সুবল ভৌমিক, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ও প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।

সুবল ভৌমিক জানান, প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য দ্রুত সুস্থতার পথে। “মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ ও মানুষের শুভকামনায় সভাপতি মহাশয় অনেকটাই ভালো আছেন,” বলেন তিনি।

তিনি সাম্প্রতিক মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, “রাজ্যে বেকার যুবকদের স্বার্থেই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। দুটি নতুন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিঃসন্দেহে সময়োপযোগী এবং ভবিষ্যতের দিকনির্দেশক।”

এদিন রাজনৈতিক পরিসরে বিজেপির ধারাবাহিক সাফল্যের কথাও তুলে ধরেন সুবল ভৌমিক। বিহার বিধানসভায় NDA-র জয়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ থেকে বিকশিত ভারতের পথে দেশ এগোচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে।”

সাম্প্রতিক কিছু অনভিপ্রেত ঘটনার ব্যাখ্যায় তিনি বলেন, “জনজাতি এলাকায় উন্নয়নমূলক কাজ জোরকদমে চলছে। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা জনজাতিদের উন্নয়নে আন্তরিক। কিন্তু কিছু মহল সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করতে নানান ষড়যন্ত্রে লিপ্ত।”

তিনি জানান, “এসডিএম, এমএলএ খুনসহ একাধিক ভয়াবহ ঘটনা ঘটেছে বাম আমলে। বর্তমান সরকারের সময়ে তেমন কোনও বৃহত্তর অস্থিরতা হয়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সরকার কঠোর অবস্থান নিয়েছে।”

সুবল ভৌমিক স্পষ্ট বক্তব্যে বলেন, “বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেওয়ার পক্ষে নয়। দোষী যেই হোক না কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন ও স্থিতিশীলতার পথে সরকার অবিচল।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service