2025-11-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

প্রদ্যোতের স্পষ্ট বার্তা—‘মথার ধর্ম বিলীন হচ্ছে না, বরং শক্তিশালী হচ্ছে

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক রাজনীতিতে নতুন সমন্বয়ের সুর তুললেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দিলেন—One India One Northeast প্ল্যাটফর্ম গঠনের ফলে তিপ্রা মথার রাজনৈতিক ধর্ম বিলীন হচ্ছে না, বরং এটি বৃহত্তর স্বার্থের নতুন ভাবনার প্রতিফলন।

সম্প্রতি আসাম, মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, বোড়োল্যান্ড, কার্বিয়া লং ও ডিমাশা হাসাইয়ের আঞ্চলিক শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যানার—One India One Northeast। বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেন প্রদ্যোৎ। তাঁর দাবি, উত্তর-পূর্বের জনজাতি সমাজ, উন্নয়ন, পরিচয় ও আন্দোলন—এ সবকিছুকেই নতুন ভাবে একসঙ্গে ভাবার প্রয়োজন রয়েছে, আর সেই প্রয়োজন থেকেই তৈরি হয়েছে এই উদ্যোগ।

প্রদ্যোৎ বলেন,“কেউ নিজের রাজনৈতিক পরিচয় ভাঙছে না। কেউ বিলীন হচ্ছে না। আমরা শুধু এক ভাষায় কথা বলার জন্য একটি যৌথ প্ল্যাটফর্ম তৈরি করেছি।”

তিনি আরও যোগ করেন,

“মানুষকে বুঝতে হবে—সাইনবোর্ডের চেয়ে মানুষের সমস্যার সমাধান জরুরি। একই ট্রাকে উঠে আমরা সেই সমাধানের পথ খুঁজছি।”

বৈঠকে নীতি, আদর্শ, ভবিষ্যতের পরিকল্পনা—সবই নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

রাজ্যের খুমলুঙে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তিপ্রা মথার কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও মুখ খুললেন প্রদ্যোৎ। তিনি স্পষ্ট বলেন,

“মথার কর্মীরা পার্টি অফিস পুড়িয়েছে—এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যারা এসব করছে, তারা সমাজদ্রোহী। এদের কোনও রাজনৈতিক ধর্ম নেই। আজ বিজেপির পতাকার নিচে, কাল মথার—পরশু কংগ্রেসেও দেখা যেতে পারে।” তিনি দাবি করেন, অপরাধীদের রাজনৈতিক রঙ না দেখে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service