2025-11-16
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ডুমবুর লেকে আতিথেয়তায় মুগ্ধ নেদারল্যান্ডসের নারী পর্যটক

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ডুমবুর লেকে স্থানীয় মানুষের আন্তরিকতা, আতিথেয়তা এবং উষ্ণতায় মুগ্ধ হলেন নেদারল্যান্ডস থেকে আগত এক নারী পর্যটক। রবিবার তিনি ডুমবুর লেকে অবস্থানকালে নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ত্রিপুরার বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখলেও ডুমবুর লেকের সৌন্দর্য এবং মানুষের আচরণ একেবারেই অন্যরকম ও মন ছুঁয়ে যাওয়ার মতো।

ভারত ভ্রমণ অভিযানের অংশ হিসেবে তিনি ত্রিপুরা ও উত্তর–পূর্ব ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটনস্থল ঘুরে দেখেছেন। এর মধ্যে রয়েছে উনকোটি রক কার্ভিংস, বক্সনগরে বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ এবং উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির।

ডুমবুর লেক সম্পর্কে তাঁর অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “এখানে এসে আমি অত্যন্ত রোমাঞ্চিত। কোলাহল থেকে দূরে এই জায়গার রাতগুলো শান্ত ও নিরিবিলি। এখানে আমার ঘুমও যথেষ্ট আরামদায়ক এবং সকালগুলো অত্যন্ত সতেজ লাগে। পুরো অভিজ্ঞতাই ভীষণ মনোমুগ্ধকর।”

তিনি আরও জানান, স্থানীয়দের দেওয়া বিভিন্ন পরিষেবা ও আতিথেয়তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং ডুমবুর লেক তাঁর কাছে ত্রিপুরার অন্যতম স্মরণীয় ভ্রমণক্ষেত্র হয়ে থাকবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service