2025-11-08
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

শিক্ষিকা বদলির প্রতিবাদে গেট তালাবদ্ধ, অবরোধ তেলিয়ামুড়া–ঘিলাতলী সড়ক

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- মাত্র তিনজন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে কোনওক্রমে টিকে থাকা একটি বিদ্যালয়— অথচ সেখানকার এক অভিজ্ঞ শিক্ষিকার বদলির নোটিশ জারি হতেই ক্ষোভে ফেটে পড়ল গোটা এলাকা! শনিবার সকালে তেলিয়ামুড়া থানার অন্তর্গত থাপিদয়াল উচ্চ বিদ্যালয় চত্বর রীতিমতো পরিণত হয় রণক্ষেত্রে।

বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৮৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। কিন্তু শিক্ষক সংখ্যা মাত্র তিন। এই সীমিত শিক্ষকবলে প্রতিদিনের পাঠদান চালানোই যেখানে এক বড় চ্যালেঞ্জ, সেখানে একজন অভিজ্ঞ শিক্ষিকার বদলির খবর এলাকায় আগুন লাগিয়ে দেয়।

সকালে বিদ্যালয়ের গেটের তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তাঁদের দাবি—“এই বিদ্যালয় থেকে আর একজন শিক্ষকও বদলি নয়!”

পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে শুরু হয় তেলিয়ামুড়া–ঘিলাতলী সড়ক অবরোধ। প্রায় এক ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। দীর্ঘ আলোচনার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলেও এলাকাজুড়ে ক্ষোভের সুর রয়ে গেছে প্রবলভাবে।

একজন ক্ষুব্ধ অভিভাবক বলেন, এই স্কুলে এত কম শিক্ষক নিয়ে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি। এখন যদি একজন অভিজ্ঞ শিক্ষিকাকেও সরিয়ে দেওয়া হয়, তাহলে পড়াশোনার মান ভেঙে পড়বে।”

স্থানীয়দের অভিযোগ, পাহাড়–প্রান্তরের বিদ্যালয়গুলিতে বহুদিন ধরেই শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। সরকারের শিক্ষা উন্নয়নের আশ্বাস থাকলেও বাস্তবে পরিস্থিতি দিন দিন অবনতির দিকেই যাচ্ছে।

অভিভাবক ও এলাকাবাসীর হুঁশিয়ারি—

যদি বদলির আদেশ প্রত্যাহার না করা হয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service