2025-11-05
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

‘দেশীয় প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’— প্রজ্ঞা ভবনে শুরু ছাত্র প্রকল্প প্রদর্শনী

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- আগরতলা: বিজ্ঞান ও প্রযুক্তির জগতে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে এবং গবেষণামুখী চিন্তাকে উৎসাহিত করতে বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে শুরু হল দুই দিনের অষ্টম **স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম (Student Project Programme)**। এই কর্মসূচির আয়োজন করেছে **ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি**।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী **অনীমেষ দেববর্মা**। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকেই বিজ্ঞানমনস্ক করে তোলাই আমাদের উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে আমরা চাই, তারা তাদের পড়াশোনার পাশাপাশি ছোট ছোট প্রযুক্তিগত উদ্ভাবনের দিকে এগিয়ে আসুক। এই উদ্যোগে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর আর্থিক সহায়তাও প্রদান করছে।”

এবারের কর্মসূচির মূল বিষয় **“টেকসই উন্নয়নের জন্য দেশীয় প্রযুক্তি (Indigenous Technologies for Sustainable Development)”**, যেখানে স্থান পেয়েছে স্থানীয় জ্ঞানব্যবস্থা ও পরিবেশবান্ধব উদ্ভাবনের গুরুত্ব। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা গত এক বছরে তৈরি করা নিজেদের গবেষণা প্রকল্প প্রদর্শন করেন— যার মধ্যে ছিল জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় ও জৈব খাদ্য প্রক্রিয়াকরণ, এবং টেকসই প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিভিন্ন কাজ।

মন্ত্রী দেববর্মা আরও জানান, রাজ্য সরকার নিয়মিতভাবে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ছাত্রছাত্রীদের গবেষণা-উদ্যোগকে সমর্থন জানাতে আলাদা তহবিল বরাদ্দ করছে।

দুই দিনের এই কর্মসূচিতে থাকছে ইন্টার‌্যাকটিভ সেশন ও আলোচনা, যেখানে তরুণ প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক চিন্তায় অনুপ্রাণিত করে ত্রিপুরার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service