2025-10-27
Ramnagar, Agartala,Tripura
Uncategorized

কৃষকরা আজ দেবতার সমান সম্মান পাচ্ছেন: রতন লাল নাথ

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার কৃষি পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে — এমনটাই জানালেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

সোমবার উদয়পুরে কৃষি ও উদ্যানপালন দপ্তরের জন্য এক ছাদের নিচে বহুতল অফিস ভবন এবং রাজারবাগ প্রাথমিক গ্রামীণ বাজারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “আমাদের রাজ্যকে আত্মনির্ভর করতে গেলে কৃষি পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত আবশ্যক। সেই লক্ষ্যেই রাজ্য সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।”

মন্ত্রী জানান, নতুন বহুতল ভবনের জন্য ব্যয় হয়েছে ৮.২৭ কোটি টাকা এবং প্রাথমিক গ্রামীণ বাজার নির্মাণে ব্যয় হয়েছে ২.২৭ কোটি টাকা। ২০২৩ সালের জানুয়ারি মাসে এই ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল।

রতন লাল নাথ বলেন, “আমাদের মূল লক্ষ্য আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর ত্রিপুরা গঠন করা। সবার জন্য সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, কিন্তু কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব — এটিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি।”

তিনি আরও জানান, ২০১৮ সালের আগে বাজার উন্নয়নে মাত্র ২০ কোটি টাকা ব্যয় হয়েছিল, কিন্তু বর্তমান সরকার গত সাত বছরে ৩০৩ কোটি টাকা ব্যয় করেছে। “আমরা শুধু উৎপাদনের দিকেই নয়, বিক্রির দিকেও গুরুত্ব দিচ্ছি,” বলেন মন্ত্রী।

কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কৃষকরা আজ দেবতার সমান সম্মান পাচ্ছেন, কারণ তারাই আমাদের অন্নদাতা।”

তিনি উপস্থিত জনসাধারণকে আহ্বান জানান, বাজারগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং প্রতিটি জনপ্রতিনিধির মনে রাখা উচিত— “জীবন একটি খাতার মতো, যার প্রথম ও শেষ পৃষ্ঠা ঈশ্বর পূর্ণ করেছেন (জন্ম ও মৃত্যু), আর মাঝের পাতাগুলি আমাদের নিজেদের লিখতে হয়।”

মন্ত্রী আরও জানান, গোমতী জেলা বর্তমানে রাজ্যের সেরা জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে, তবে উন্নয়নের আরও সুযোগ রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার, অভিষেক দেবরয়, সঞ্জয় মানিক ত্রিপুরা, পাঠান লাল জমাতিয়া এবং রণজিত দাস প্রমুখ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service