2025-10-27
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বাঙালিদের উপর হামলা-ভয়ভীতি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাইল আমরা বাংলা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে সোমবার সাত দফা দাবিপত্র জমা দিল আমরা বাংলা দলের রাজ্য কমিটি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে ক্রমশ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাংলাভাষী জনগোষ্ঠীর উপর বেড়ে চলা আক্রমণ, ভয়ভীতি ও সামাজিক বৈষম্য নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

রাজ্য সভাপতি গৌরাঙ্গ রুদ্র পাল জানান, “বাংলাভাষী বাসিন্দাদের জীবন, সম্পত্তি ও অধিকার রক্ষার জন্য এখনই প্রশাসনের সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি।”

 

দাবিপত্রে মূলত সাতটি বিষয়ে জোর দেওয়া হয়েছে—

 

বাংলাভাষী নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষা,

 

আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে কঠোর প্রশাসনিক পদক্ষেপ,

 

বাঙালিদের লক্ষ্য করে ঘৃণার প্রচার রোধ,

 

গ্রামীণ এলাকায় বিশেষ পুলিশ টহলদারি চালু,

 

সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ন্ত্রণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা।

দলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service