2025-10-27
Ramnagar, Agartala,Tripura
দেশ

দেশজুড়ে ২০০টি গভীর সমুদ্র মৎস্যজাহাজ বিতরণ করবে কেন্দ্র — ঘোষণা অমিত শাহের

জনতার কলম ওয়েবডেস্ক :- মুম্বইয়ের মাজাগন ডকে আজ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে অন্তত ২০০টি গভীর সমুদ্র মৎস্যজাহাজ (Deep-Sea Fishing Vessel) সমবায় ব্যবস্থার মাধ্যমে বিতরণ করা হবে।

তিনি জানান, এই প্রকল্পটি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (Pradhan Mantri Matsya Sampada Yojana)-র আওতায় বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে অমিত শাহ নিজ হাতে দুইটি গভীর সমুদ্র মৎস্যজাহাজ বিতরণ করেন এবং উপকারভোগীদের হাতে জাহাজের নিবন্ধন সনদ ও প্রতীকী চাবি তুলে দেন।

মন্ত্রী আরও জানান, সরকার শীঘ্রই একটি সমন্বিত নীতি গ্রহণ করতে চলেছে, যার মাধ্যমে সমুদ্রজাত পণ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও রপ্তানির ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে, যাতে প্রকৃত মুনাফা পৌঁছায় পরিশ্রমী মৎস্যজীবীদের হাতে।

অমিত শাহ বলেন, ভারতের বিস্তীর্ণ উপকূলরেখা অসীম সম্ভাবনাময়, এবং এর যথাযথ ব্যবহার দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। তিনি তথ্য তুলে ধরে জানান, ২০১৪ সালে ভারতের সমুদ্রজাত পণ্য উৎপাদন ছিল ১০২ লক্ষ টন, যা এখন ১৯৫ লক্ষ টনে পৌঁছেছে।

দেশীয় উৎপাদন ৬৭ লক্ষ টন থেকে বেড়ে হয়েছে ১৪৭ লক্ষ টন, আর সামুদ্রিক উৎপাদন ৩৫ লক্ষ টন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৭ লক্ষ টনে।

মন্ত্রী জোর দিয়ে বলেন, “সহযোগিতা বা cooperation প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ — কৃষি থেকে শুরু করে মৎস্য পর্যন্ত। দেশ তখনই সমৃদ্ধ হবে, যখন প্রত্যেক মানুষ ও প্রতিটি পরিবার স্বনির্ভর ও সমৃদ্ধ হবে।”

অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেন, সমবায় মৎস্য সমিতিগুলিকে ঋণ প্রদান ও গভীর সমুদ্র জাহাজ বিতরণের মতো উদ্যোগ দেশের সামুদ্রিক অর্থনীতি শক্তিশালী করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। তিনি জানান, গত বছর মহারাষ্ট্রে মাছ উৎপাদনে প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি হয়েছে এবং আগামী দিনে রাজ্যটি এই ক্ষেত্রে দেশের নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন।

ফড়নবীস আরও জানান, এনসিডিসি (National Cooperative Development Corporation)-র মাধ্যমে এসব জাহাজ কেনার প্রয়োজনীয় তহবিল কেন্দ্র সরকার সরবরাহ করবে।

মহারাষ্ট্রের মৎস্য ও বন্দরমন্ত্রী নিতেশ রানে এই উদ্যোগকে “মৎস্যজীবী সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নের এক ঐতিহাসিক পদক্ষেপ” বলে অভিহিত করেন। তিনি জানান, রাজ্যে আরও ১২টি মৎস্য সমবায় সমিতিকে একই ধরনের গভীর সমুদ্র জাহাজ শিগগিরই দেওয়া হবে।

রানে আরও বলেন, মৎস্য দপ্তর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ব্যবহার বাড়াচ্ছে এবং মৎস্যচাষ, জলজ পালন ও সমবায়ের মধ্যে সমন্বয় তৈরি করাই এখন তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পওয়ার, কেন্দ্রীয় সহযোগিতা প্রতিমন্ত্রী মুরলিধর মোহোল, রাজ্যের সহযোগিতা মন্ত্রী বাবাসাহেব পাতিল, সহযোগিতা ও গ্রামীণ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ড. পঙ্কজ ভূয়ার, সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট অতিথিরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service